Friday, December 5, 2025

চৌগাছায় জাতীয়তাবাদী কৃষক দলের বর্ণাঢ্য সমাবেশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের একটি বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় গরীবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা ও জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কচি ও শেখ জাকির হোসেন উপস্থিত ছিলেন। সিংহঝুলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কৃষক নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার বিষয়টি তুলে ধরেন এবং কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন দাবি জানান। তারা কৃষকদের ঋণ মওকুফ, কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষি খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর