Wednesday, February 19, 2025

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী পালিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে শতকন্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী।দিবসটি উপলক্ষে গীতা পাঠ,লীলামৃত পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী পালিতরোববার নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ( কদমতলা) এ অনুষ্ঠান হয়। জেলা সনাতনী ফরমের আয়োজনে, বিষ্ণুপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক উত্তম ভোমিক( মনি বাবু) সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ শ্রী তন্ময় প্রাকশ বিশ্বাস। প্রধান বক্তা আন্তর্জাতিক মতুয়া প্রচার সংঘের মহা সচিব, ডাঃ শ্রী দুলাল কৃষ্ণ রায়।উদ্বোধক ছিলেন,আন্তর্জাতিক মতুয়া প্রচার মহা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া ডায়াগনস্টিক সেন্টার মালিক ডাঃ দীপ বিশ্বাস ( সুদীপ) , হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট সহকারী পরিচালক, দেবাশীষ বাইন। শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জিয়াউর রহমান জিয়া।খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ,শ্রী স্বামী বিপ্রানন্দ। সমাজসেবক প্রদীপ কুমার বিশ্বাস,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি কল্যান মূখার্জী,পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ বিহারী ঘোষ( অন্ন) সনাতনী ফরমের সভাপতি রাজিব বিশ্বাস,সমাজ সেবক প্রীতিশ বিশ্বাস প্রমুখ।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর