ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এ সংঘর্ষ হয়। মামলা দায়ের করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে ওমর মণ্ডল, রোজিনা খাতুন, সাদ্দাম মণ্ডল, তুহিন খান, মসলেম খান, হুসাইন, আসলাম খান, নিজাম খান, সেলিম খান, তাইজাল খান ও কুলসুম বেগমের নাম জানা গেছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, কাশীনাথপুর গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এই ঘটনার সঠিক কারণ এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।