Friday, December 5, 2025

মাগুরায় মুক্তিযু্দ্ধে শহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা

মাগুরাপ্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে মাগুরায় বিজয় র্যালি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের নেতৃত্বে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি চৌরঙ্গীমোড় হয়ে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা জাসদের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিজয় দিবসের গুরুত্ব এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের উপর আলোকপাত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম।সভায় দিবসটির উপর অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদ সভাপতি কাজী জিন্নাতুন নূর, জেলা নারীজোট নেত্রি আমেনা খাতুন লাবণিসহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর