Saturday, December 6, 2025

ইত্যাদির ঠাকুরগাঁও শুটিংয়ে বিশৃঙ্খলা: হানিফ সংকেতের ব্যাখ্যা

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঠাকুরগাঁও শুটিংয়ে ঘটে যাওয়া বিশৃঙ্খলার বিষয়ে নির্মাতা হানিফ সংকেত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দর্শকদের অতিরিক্ত ভালোবাসার কারণেই এই ঘটনা ঘটেছে এবং তিনি এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত করতে চান না।

গতকাল শুক্রবার রাতে হানিফ সংকেত তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইত্যাদির ঠাকুরগাঁওয়ের ধারণ অনুষ্ঠান নিয়ে কিছু কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও মন্তব্য পড়ে কিছুটা অবাকই হয়েছি।’ তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানস্থলে হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে, যে কারণে আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই’—এ ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

হানিফ সংকেতের মতে, ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকেরাই জানেন, এ ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তিনি বলেন, ‘আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রত্ননিদর্শনসহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করছি প্রায় তিন দশক ধরেই।’

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়িতে অনুষ্ঠানের সময় অতিরিক্ত দর্শকের উপস্থিতির কারণে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হানিফ সংকেত বলেন, ‘অনুষ্ঠানে দর্শক বাছাই, নৃত্য ও গান ধারণ করার পরই হঠাৎ করে বাঁশের ঘেরা সরিয়ে কয়েক হাজার লোক আমন্ত্রণপত্র না পেয়েও তাঁদের প্রিয় “ইত্যাদি” দেখার জন্য অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন।’

তিনি আরও বলেন, ‘এই ভালোবাসার কারণেই “ইত্যাদি”র ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু স্থানাভাবে দাঁড়াতেও পারছিলেন না। তাই চেয়ার সরিয়ে এর ফলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিন্তু ঘটনাটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং রাজনৈতিক রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছেন।’

হানিফ সংকেত স্পষ্ট করে বলেছেন, ‘আমি যেমন কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত হইনি, “ইত্যাদি”ও তেমনি সব সময়ই থেকেছে রাজনীতিমুক্ত।’ তিনি দর্শকদের অবিরাম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর