শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইল তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তামিম মোল্যা সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম ঢাকার কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি নড়াইলের চাচড়ায় ফিরছিলেন। কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি জাফর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাতদিন সংবাদ/আর কে-০৩







