যশোরের চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের মৃত মসির উদ্দীনের ছেলে নাসির উদ্দীন পিকুল (৫৬) সৌদি আরবে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পরিবারের সুখের আশায় ২০২২ সালের অক্টোবর মাসে নাসির উদ্দীন সৌদি আরবে যান এবং সিসি ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করছিলেন। কিন্তু ২০২৪ সালের ২১ ডিসেম্বর সকালে কাজের স্থানে ক্রেনের ধাক্কায় মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাসির উদ্দীন ছিলেন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি এবং এলাকায় তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের লাশ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালের ৯ জানুয়ারি রাতে বাংলাদেশে পৌঁছে। পরদিন ১০ জানুয়ারি সকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ তারিকুজ্জামান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নাসির উদ্দীনের জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও কবি খলিলুর রহমান জুয়েল, মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, আব্দুল কাদের, শিক্ষক রিপন, আব্দুল মালেকসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।