যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে গত চারদিন ধরে দাবানলের ভয়াবহ তাণ্ডব চলছে। প্যালিসেডেস, ইটন, হার্স্ট এবং কেনেথসহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়া এই দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার বাড়িঘরসহ অন্যান্য অবকাঠামো পুড়ে ছারখার হয়েছে।
প্যালিসেডেসের দাবানল সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় ১৯ হাজার একর জমি পুড়ে যাওয়া এই দাবানলটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইটনের দাবানলে ১৩ হাজার একর জমি পুড়ে গেলেও এটি এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। হার্স্ট এবং কেনেথ দাবানলে যথাক্রমে ৭৭১ একর এবং এক হাজার একর জমি পুড়েছে।
এই দাবানলে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য করা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। দাবানলের সুযোগে অনেকে লুটপাট চালালে আক্রান্ত এলাকায় ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করা হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নিজেদের বাড়িঘরের ধ্বংসাবশেষ দেখে হতভম্ব হয়ে পড়েছেন। দাবানলের কারণে শহরটিতে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা দিনরাত এক করে কাজ করছেন।