Friday, December 5, 2025

শৈলকুপায় যুবকের লাশ উদ্ধার :আরেক ভাই নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখোঁজের আটদিন পর রিপন বিশ্বাস (৩০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে উপজেলার চর-রুপদাহ গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রিপন গ্রামের আব্দুল বারিক বিশ্বাসের ছেলে।
গ্রামবাসী জানান,  বুধবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে   নিখোঁজ হন রিপন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  সকালে রিপনের বাড়ির পাশের একটি ডোবায়  রিপনের মৃতদেহ লাশ পাওয়া যায়।

জানা যায়, নিহত রিপন বিশ্বাসেরর সাথে জমি নিয়ে পরিবারে  বিরোধ চলে আসছিল। পরে রিপন নিখোঁজ হওয়ার দু-দিন পর থেকে তার মেজোভাই রান্নু বিশ্বাস নিখোঁজ রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করেও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। আপাতত মৃতদেহে তেমন কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ব্যপারেে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর