Friday, December 5, 2025

মোরেলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন

এইচ.এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছার মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলীর সুচনা করা হয়। সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা ও পৌর আওয়ামীলীগ,মোরেলগঞ্জ প্রেস ক্লাব, উপজেলা ও পৌর ছাত্রলীগ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল, শ্রমিকদল, জাতীয় পার্টি , সরকারি এসএম কলেজ, উপজেলা স্কাউট, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুষ্পার্ঘ অর্পন করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার(ভূমি)মিকাইল ইসলাম, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মরহুম সম কবীর আহমেদ মধু ,শহীদ আবুবকর ছিদ্দিক এবং মরহুম আলী আহমেদ বীর প্রতীকের কবর জিয়ারত  করা হয় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর