মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল: করোনা এবং এমপক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ায় বাংলাদেশে সংক্রমণের ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানিয়েছেন, ভারতে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর থেকে প্রতিদিন ভারত-বাংলাদেশ সীমান্তে যাতায়াতকারী পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, এবং সর্দি-কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
চিকিৎসকদের মতে, এইচএমপিভি বিশেষত ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ওপর প্রভাব ফেলে। জানুয়ারির শুরুতে চীনে এ ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং পরে জাপান, মালয়েশিয়া, হংকং এবং ভারতে সংক্রমণ ধরা পড়ে। যাত্রীদের মাধ্যমে এ ভাইরাসের বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারত ফেরত এক যাত্রী অনিমেশ জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং ফেরার পথে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাকে ভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভাইরাস সংক্রমণ রোধে সতর্ক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসকরা বলেছেন, আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে এইচএমপিভি সংক্রমণ থেকে নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখা সম্ভব।