চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিওকর্মী হালিমা খাতুন সলুয়া সোনালী ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা তুলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) তার কাছে এসে থামে এবং ছিনতাইকারীরা টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে চৌগাছা বাজারের দিকে চলে যায়।
হালিমার চিৎকার শুনে স্থানীয়রা সাড়া দিয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে গাড়ি ঘুরিয়ে আবার সলুয়া বাজারে ফিরে আসে। সেখানে স্থানীয়রা তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের গণপিটুনি দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে পুলিশে খবর দেওয়া হলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা খুলনা জেলার লবণচোরা থানার বাসিন্দা। তারা হলেন—ইমন (৩০), ইমরান (৩২) এবং সুমন (৩০)। জানা গেছে, ছিনতাইয়ের সময় ব্যবহৃত প্রাইভেট কারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে ছিনতাই করা হয়েছিল।
যদিও ছিনতাইকারীদের আটক করা হয়েছে, তবে হালিমা খাতুনের টাকার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’