Saturday, January 25, 2025

বোলিং নিষেধাজ্ঞার শঙ্কায় সাকিব: চেন্নাইয়ের পরীক্ষার ফল নিয়েই জল্পনা

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে বোলিং অ্যাকশন নিয়ে আবারও দুশ্চিন্তা দেখা দিয়েছে। চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দেওয়া পরীক্ষায়ও সাকিব ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। বিসিবি সূত্র থেকে অনানুষ্ঠানিকভাবে এই তথ্য পাওয়া গেলেও এখনো লিখিত ফলাফল হাতে আসেনি। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগবে।

আইসিসির বোলিং অ্যাকশন নীতিমালা অনুযায়ী, পরপর দুই পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলার এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না। সাকিব যদি সত্যিই চেন্নাইয়ের পরীক্ষাতেও ব্যর্থ হন, তাহলে তাঁকে আগামী এক বছর শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে।

তবে বিসিবি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সাকিবের এই পরীক্ষার ফলাফল কারিগরি ত্রুটির কারণে নেতিবাচক হতে পারে। এমন হলে এই ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না, এবং সাকিব আরও একটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

এর আগে গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। তবে তাঁর দ্বিতীয় পরীক্ষা নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন, পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তিনি বোলিং নিষেধাজ্ঞার শিকার হতে পারেন, আবার কেউ বলছেন চেন্নাইয়ের পরীক্ষায় টেকনিক্যাল ত্রুটি থাকায় বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ থাকবে।

একজন বিসিবি কর্মকর্তা জানান, “আমরা শুনেছি চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল নেতিবাচক এসেছে। তবে আনুষ্ঠানিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন প্রথম ওঠে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। এরপর তিনি নিয়মিত বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে আইসিসির অনুমোদিত সেন্টারে পরীক্ষা দেন। চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত না হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

যদি চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল চূড়ান্তভাবে নেতিবাচক হয়, তবে সাকিবকে বোলিং থেকে দূরে সরে দাঁড়াতে হতে পারে। তবে নিয়ম অনুযায়ী তিনি ফলাফলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাকশনের পুনরীক্ষার আবেদন করতে পারবেন। আপাতত সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এবং তাঁর ভবিষ্যৎ বোলিং ক্যারিয়ার নিয়ে ক্রিকেটপ্রেমীরা উৎকণ্ঠায় রয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর