সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকের ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি এবং জুলুমের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দেবহাটার খলিষাখালীতে আয়োজিত এ মানববন্ধনে শত শত ভূমিহীন অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ জানায়।
ভূমিহীন নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ভূমিহীনদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, চিংড়িখালীর ভূমিহীন নেতা রবিউল ইসলাম বুল্লা, নোড়ারচকের ভূমিহীন নেতা আবুল হোসেন এবং শহীদ কামরুল নগর ভূমিহীন আবাসন কেন্দ্র কার্যকরী কমিটির সভাপতি আব্দুল হালিম। এ সময় প্রায় তিন শতাধিক ভূমিহীন উপস্থিত ছিলেন।
সমাবেশে ভূমিহীনদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম অভিযোগ করেন, “ভূমিহীনদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করার জন্য কিছু চক্র গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। তাদের উদ্দেশ্য আমাদের উচ্ছেদ করা। প্রকৃত ভূমিহীনরা কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। বরং, এই চক্রই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এবং আমাদের জায়গা দখলের চেষ্টা চালায়। এর আগেও তারা সাড়ে আটশ ঘর পুড়িয়ে দিয়েছে। আমরা এসব অন্যায় ও চক্রান্ত বরদাশত করব না। মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।”
নোড়ারচকের ভূমিহীন নেতা আবুল হোসেন বলেন, “ভূমিহীনদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা দেখানোর বদলে একটি চক্র বারবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। যখনই আমরা নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হই, তখনই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমাদের সভাপতির নামে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এ চক্রান্ত প্রতিহত করব।”
ভূমিহীন নেতা রবিউল ইসলাম বুল্লা আরও বলেন, “আমাদের দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছে। তৎকালীন প্রশাসনের সঙ্গে মিলে কিছু দুষ্কৃতকারী আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের হাইকোর্ট নির্দেশিত জায়গা থেকেও সরানোর চেষ্টা করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এসব চক্রান্ত বন্ধ করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক।”
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ও ভূমিহীনরা একমত পোষণ করে বলেন, তারা তাদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবেন এবং কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেবেন না।







