মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল: বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত চিরুনি অভিযানে ৮ লাখ ৮৬ হাজার ৬৫০ টাকা মূল্যের মাদক এবং বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পৃথক অভিযানে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি এবং শিকারপুর বিওপির বিজিবি সদস্যরা এসব অবৈধ সামগ্রী জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, চাদর, লুঙ্গি, পান মসলা, চশমা, ভ্যাকসিন এবং কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লক্ষ ৮৬ হাজার ৬৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবি প্রতিদিন অবৈধ পণ্য ও মাদক জব্দ করে এবং পাচারকারীদের গ্রেপ্তারের মাধ্যমে চোরাচালান রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
লে. কর্নেল সাইফুল্লাহ আরও বলেন, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয়ের একটি বড় অংশ থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, মাদকের প্রবেশ তরুণ ও যুব সমাজকে ভয়াবহভাবে বিপথগামী করছে। বিজিবি এই হুমকি মোকাবিলায় প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।







