সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় ফটো সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযানের পর ফুটেজ সংগ্রহ করতে গেলে রেস্টুরেন্টের কর্মচারীরা চার ফটো সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকরা হলেন ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন এবং আর টিভির মামুন।
এর আগে বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করেন। রান্নাঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, কর্মচারীদের এপ্রোন এবং মাস্ক না পরে খাবার পরিবেশন এবং খাবারে চুল পাওয়ার অভিযোগে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান তানভীর বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া গেছে। ভোক্তাদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে সাংবাদিকরা রেস্টুরেন্টের রান্নাঘর এবং ক্রেতাদের বক্তব্য ধারণ করছিলেন। এ সময় কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় আহত সাংবাদিক জাকির হোসেন জানান, “আমরা ফুটেজ নিচ্ছিলাম, তখন তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি, সবুজ হোসেন, সাগর হোসেন এবং মামুন আহত হয়েছি।”
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্ধার করে। পাশাপাশি রেস্টুরেন্টের ম্যানেজারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।







