শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এবং জুয়েলারি ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে অপহরণের দুই ঘণ্টা পর কায়েমকলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলুয়া বিশ্বাসপাড়া এলাকা থেকে অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন ঝিকরগাছার বোদখানা এলাকার আব্দুল আজিজের ছেলে আবু সাইদ আল মামুন বাবু (৪২) এবং যশোর সদরের ইছালি এলাকার শহিদুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৪৫)।
ধীরেন্দ্র নাথের স্ত্রী পদ্মরানী দে জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। ঘটনার দিন সন্ধ্যায় তিনি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে পরিবারের লোকজন জানতে পারেন, শহরের ফুড গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে।
ধীরেন্দ্র নাথের ছেলে উত্তম কুমার দে জানান, অপহরণকারীরা ধীরেন্দ্র নাথের মোবাইল থেকে ফোন দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে, চৌগাছা থানা পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ধীরেন্দ্র নাথকে উদ্ধার করা হয়। ধীরেন্দ্র নাথ বর্তমানে পরিবারের সঙ্গে আছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “অভিযানের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।”
রাতদিন সংবাদ/আর কে-১০







