Friday, December 5, 2025

চিরনিদ্রায় শায়িত হলেন ৭১’র বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন

মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারন-বুরুজবাগানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী আলতাফ হোসেন। বার্ধক্যজনিত অসুস্থতায় রবিবার (৫ জানুয়ারি ২০২৫) রাত ১২টার দিকে নাভারনের বুরুজবাগান এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ছিলেন নাভারন-বুরুজবাগান গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর ছেলে। তার সাহসিকতা ও অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নাভারন-বুরুজবাগান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বাবলা রহমান, মতিয়ার রহমান, ইসলাম সর্দার, শহিদুল্লাহ, আব্দুল মান্নান, দিনু মল্লিক, ফজলুর রহমান, ওয়াদুদ নবী এবং কালু মিয়াসহ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শার্শা উপজেলা বিএনপির সদস্য সচিব হাসান জহিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন এবং মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা তাকে হারিয়ে ভীষণভাবে মর্মাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তার অবদানের জন্য জাতি চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর