Saturday, December 6, 2025

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুরে সুসম্পর্ক উন্নয়ন ও সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর সীমান্তে দুই দেশের অধিনায়ক পর্যায়ের এই বৈঠক আয়োজন করা হয়।

বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অন্যদিকে, ভারতের পক্ষে ০৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে সমান সংখ্যক প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে শীতকালীন সময়ে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও মানব পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব অপরাধ দমন ও প্রতিরোধে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিশেষভাবে, বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড বন্ধে বিএসএফের সহযোগিতা কামনা করেন। বিএসএফের অধিনায়ক এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকের শেষাংশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বৈঠক শেষ করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর