মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল সীমান্তে বিজিবির চলমান অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প ও কাশিপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় তৎপরতা চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, পান মসলা, কীটনাশক এবং কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেন। জব্দকৃত পণ্যের মোট মূল্য আনুমানিক ৪ লক্ষ ৯৩ হাজার ৫৪০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল, মদসহ আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে দেশে পাচার করছে। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও জানান, মাদক প্রবেশের কারণে দেশের তরুণ ও যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের এই ভয়াবহতা প্রতিরোধে বিজিবি তাদের অভিযান আরও শক্তিশালী করেছে। এ লক্ষ্যে সোমবারের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, চাদর এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।







