Saturday, December 6, 2025

সজল হত্যা মামলায় খোড়া কামরুল ও টিটো রিমান্ডে

যশোরের খোলাডাঙ্গার গাজীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সজল হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল ও টিটোর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে। অপর আসামি টিটো একই এলাকার মাহাবুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আজহারুল ইসলাম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। সম্প্রতি ওই দুই পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডের আবেদন জানালে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর