Monday, April 28, 2025

চুয়াডাঙ্গায় ব্যাংকে টাকা ছিনতাই, গ্রেফতার ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় উথলীতে সোনালী ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৩ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ব্যাংক লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত সাফতুজ্জামান রাসেলকে যশোর জেলার চৌগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জীবননগর দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উথলি সোনালি ব্যাংক শাখা থেকে তিনজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৮ লাখ টাকার বেশি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক শাখার ম্যানেজার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন জীবননগর থানায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর