যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে ওএসডি (অফিস-স্যাইনড ডিউটি) করে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলমডাঙ্গার বাসিন্দা প্রফেসর খন্দকার কামাল হাসানকে। তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ২ জানুয়ারি তাকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে, এক প্রজ্ঞাপন জারি করে সরকার প্রফেসর মর্জিনা আক্তারকে ওএসডি করার সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খন্দকার কামাল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা, খন্দকার মোঃ হাসান, ছিলেন ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা, যিনি ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন।
খন্দকার কামাল হাসান নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ১৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষা ক্যাডারে মেহেরপুর সরকারি কলেজে যোগদান করেন।
প্রসঙ্গত, সরকার যশোরসহ দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির মধ্যে তাদের মাউশি থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের শিক্ষা বোর্ড থেকে মাউশিতে প্রত্যাহার করা হয়। পরদিনই, ৪ জানুয়ারি, যশোর শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রফেসর খন্দকার কামাল হাসানকে নিয়োগ দেওয়া হয়।