Saturday, December 6, 2025

চেয়ারম্যান রাজু, চাঁচড়ার সোহান ও বিপুলের ভাই পলাশ কারাগারে

নাশকতার অভিযোগে পৃথক দুই মামলায় সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের ভাই শিক্ষানবিশ আইনজীবী কামাল হোসেন পলাশ ও চাঁচড়ার সোহানুর রহমান সোহানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পলাশকে পুরাতন কসবা এলাকা থেকে রোববার বিকেলে ও সোহানুর রহমানকে শনিবার রাত ১১ টার পর মুড়লি এলাকা থেকে আটক করা হয়। এরআগে শনিবার সন্ধারাতে মুড়লি এলাকা থেকে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে আটক করে পুলিশ। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের একটি সূত্র জানায়, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে খোঁজা হচ্ছে। তার ঘনিষ্ট সহযোগি চেয়ারম্যান রাজু। আর রাজুর নেতৃত্বে নানা ধরণের অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া রাজুর সহযোগি হচ্ছে সোহান। আওয়ামীলীগ সরকার পতনের পরও এ চক্র নানা ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছে। অন্যদিকে, বিপুলের অনুপস্থিতিতে পলাশ সবকিছু দেখভাল করছে। ফলে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। এসব বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি(তদন্ত) কাজী বাবুল জানান, রাজু ও পলাশকে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিকান্ডের মামলায় চালান করা হয়েছে। অন্যদিকে সোহানকে কানাইতলা গ্রামে নাশকতার ঘটনার একটি মামলায় আটক দেখানো হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর