যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বারবাগ গ্রামে ডিবি পুলিশের পরিচয়ে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ও এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাম গণতান্ত্রিক জোট গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকার ও পুলিশের দায়িত্বহীনতার পরিচায়ক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী।
বাম জোটের নেতারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে এমন ঘটনা সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু জনগণের নিরাপত্তার প্রতি হুমকিই নয়, বরং প্রশাসনের প্রতি আস্থাহীনতা সৃষ্টি করছে।
তারা জনগণের জানমাল রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি/আর কে-১৩







