Saturday, December 6, 2025

ওয়াজ মাহফিলে চুরি: যশোরে দুই নারী গ্রেপ্তার, জিডি নিয়ে বিভ্রান্তি

যশোর শহরতলির পুলেরহাটে অনুষ্ঠিত তিন দিনের ওয়াজ মাহফিলে চুরির ঘটনায় এক কিশোরীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহফিল চলাকালে শতাধিক মানুষের মুঠোফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি ও খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দুই নারীকে হাতেনাতে ধরে মাহফিলের নিয়ন্ত্রণকক্ষে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাঁদের চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার ১৫ বছর বয়সী এক কিশোরী এবং হবিগঞ্জের মাধবপুরের রাবেয়া খাতুন (৪৫)।

মাহফিলের শেষ রাতে শহরের লোন অফিসপাড়ার বাসিন্দা নাহারুন নাহার এক ভরি সোনার চেইন হারান। তিনি জানান, নারী প্যান্ডেলে প্রবেশের সময় ধাক্কাধাক্কির মধ্যে চেইনটি চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন তিনি।

কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক জানিয়েছেন, তিন দিনের মাহফিল চলাকালে থানায় ৫০০টি জিডি করা হয়েছে। তবে এদের মধ্যে মাহফিল সংশ্লিষ্ট চুরির ঘটনায় জিডি হয়েছে মাত্র ৮৪টি। পুলিশ বলছে, হুড়োহুড়ির মধ্যে অনেকেই মোবাইল বা গয়না হারিয়েছেন।

এর আগে পুলিশের উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার জানিয়েছিলেন, মাহফিলে যোগ দেওয়া মানুষের অসংখ্য মোবাইল ও গয়না চুরি হয়েছে। তবে পরবর্তীতে থানার তথ্য যাচাই করে জানা যায়, চুরির প্রকৃত জিডি সংখ্যা কম।

পুলেরহাটে আদ্‌-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত এই মাহফিলটি আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন দিনে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়। শেষ দিনে বক্তা হিসেবে অংশ নেন মিজানুর রহমান আজাহারী ও আহমাদুল্লাহ, যার ফলে দর্শনার্থীদের ঢল নামে।

ফাউন্ডেশনের পরিচালক তরিকুল ইসলাম মুকুল বলেন, “মাঠে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে এত বড় জনসমাগমে চোর ও ছিনতাইকারীদের আলাদা করা কঠিন।”

মাহফিল চলাকালে চুরি ও জিনিসপত্র হারানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজকরা সতর্ক থাকলেও বিপুল জনসমাগমের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর