এ ঘটনায় লোহাগড়া উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছেন এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ জানান, ঘটনার পরপরই ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অপারেটর দু’জনকে ডাকা হয়েছে; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৪







