মাগুরা প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক কবি কাজী কাদের নওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে কবি কাজী কাদের নওয়াজ ভবনে এই আয়োজন করে কবি কাদের নওয়াজ স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক ও স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, সাংবাদিক মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোছা. মিরান্নাহার, প্রচার সম্পাদক কুমকুমি খাতুন, স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি কবি মাহাবুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা কবি কাজী কাদের নওয়াজের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। তারা কবির ব্যবহৃত আসবাবপত্র সংরক্ষণ এবং ভবিষ্যতে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
কবি কাজী কাদের নওয়াজ ১৯০৯ সালের ১৫ জানুয়ারি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আল্লাহ নেওয়াজ ছিলেন বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু ভাষার সুপণ্ডিত এবং মা ফাতেমাতুন্নেছা ছিলেন বিদূষী নারী। ১১ ভাইবোনের মধ্যে কাজী কাদের নওয়াজ ছিলেন বড়।
তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে মরাল, দাদুর বৈঠক, নীল কুমুদী, মণিদীপ, কালের হাওয়া, মরুচন্দ্রিকা, দুটি পাখি দুটি তারা, উতলা সন্ধ্যা ইত্যাদি। তার সাহিত্যকর্মের জন্য তিনি প্রেসিডেন্ট পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং মাদার বক্স পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।
উল্লেখ্য, কবি কাজী কাদের নওয়াজ ১৯৮৩ সালের ৩ জানুয়ারির এই দিনে মৃত্যুবরণ করেন।
রাতদিন সংবাদ/আর কে-০৩







