Friday, December 5, 2025

গ্রামের সংবাদ পত্রিকার ২০ বছরে পদার্পণ: মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ : যশোরের সাপ্তাহিক পত্রিকা গ্রামের সংবাদ ২০ বছরে পদার্পণ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বেনাপোলের দি সান রুফ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল মুননাফের সভাপতিত্বে এবং আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব তারিক চয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান এবং বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কবি ও সাংবাদিক মাজহার সরকার।

প্রধান অতিথি তারিক চয়ন বলেন, “গ্রামের সংবাদ এর মতো একটি পত্রিকা ২০ বছর ধরে পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে, যা প্রশংসার দাবি রাখে।” অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, দৈনিক সমকাল প্রতিনিধি সাজেদুর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি দেবুল কুমার দাস, এবং প্রজন্ম একাত্তর প্রতিনিধি আলী হোসেনসহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে গ্রামের সংবাদ পত্রিকার সরকারি বার্তা সম্পাদক আশিকুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পত্রিকার দীর্ঘ পথচলার স্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর