মোঃ শাহারুল ইসলাম রাজ, বাগাআচড়া (শার্শা) প্রতিনিধিঃ যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম এর স্মৃতিতে দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে দুস্থ মানুষের মাঝে শীতবস্তু (কম্বল) বিতরণ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চালিতাবাড়িয়া বি আর ডি মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে ৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসহায় দুস্থ নারী’ পুরুষদের হাতে শীতবস্তু (কম্বল) তুলে দেন’ সাবেক সফল চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তার ভাই শার্শা থানা কমিটির সদস্য শহিদুল ইসলাম ও কায়বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ।
এ কম্বল বিতরণে বাগুড়ি বেলতলা আমবাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, চালিতাবাড়ীয়া বি আরবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম, প্রাক্তন শিক্ষক বজলুর রহমান,বিএনপি নেতা আখতারুজ্জামান, হাসানুজ্জামান, আনিসুর রহমান মন্টু,হাবিবুর রহমান, সিদ্দিক,ইদ্রিস,ইমদাদুল হক, শাহাদাত হোসেন, হোসেন আলীসহ শার্শা থানা ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলাম এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চালিতাবাড়িয়া বি আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল্লাহ আল মামুন।
রাতদিন সংবাদ/আর কে-০৪







