কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ জালিয়াতি মামলায় জেলহাজতে থাকা এক আসামির পুত্র কর্তৃক বাদীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যাচারের অভিযোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযুক্ত পক্ষের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
উপজেলার হরিঢালী এলাকার বাসিন্দা পঙ্কজ কর্মকারের বিরুদ্ধে তার বড় ভাই সুকুমার কর্মকার জালিয়াতি করে দোকান ঘর দখলের অভিযোগে মামলা করেন। এ মামলায় সুকুমারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, সুকুমারের ছেলে পলাশ কর্মকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি কর্মকর্তা ও তার চাচা পঙ্কজ কর্মকারসহ তার ছেলে সাংবাদিক রাম প্রসাদ কর্মকারকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে।
এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার কপিলমুনি প্রেস ক্লাবে পঙ্কজ কর্মকারের ছেলে রাম প্রসাদ কর্মকার একটি পাল্টা সংবাদ সম্মেলন করে পলাশ কর্মকারের অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
রাম প্রসাদ কর্মকার অভিযোগ করেন যে, পলাশ কর্মকার নিজেকে বিশেষ ব্যক্তি হিসেবে জাহির করে বিভিন্ন সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে প্রভাবিত করার চেষ্টা করে। তিনি আরও অভিযোগ করেন যে, পলাশ কর্মকার গত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুর চিহ্নিত দোসর ছিলেন এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে পঙ্কজের দোকান লুট করিয়ে দিয়েছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-০৫







