শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলার গঙানন্দপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্যামল কুমার রায় ও সাধারণ সম্পাদক হিসেবে তাপস কুমার দাস নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কাগমারী মাতৃ-মন্দিরে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে গঙানন্দপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সাধারণ সম্পাদক বাবু তড়িত দাস, মাগুরা ইউনিয়নের সভাপতি সাধন কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক মাস্টার বিপ্লব কুণ্ডু।
কাউন্সিলে উপস্থিত ছিলেন নিতাই পদ ভদ্র, সাবেক মেম্বর সুধীর দাস, সুধীর কুমার শীল, কালী মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ ভাস্কর, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার রায়সহ মহিতোষ কুমার শীল, দুলাল ভদ্র, বিশাল কুমার প্রমুখ।
প্রতিবারের মতো এবারও পূজা উদযাপন পরিষদের গঙানন্দপুর ইউনিয়ন শাখার কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন গঙানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল খান, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, মোমিনুর রহমান (মমিন), প্রভাত কুমার ভট্টাচার্য, সুমন হোসেন, আব্দুল আলিম, এনামুল হক নসু, মহর আলী, আব্দুর রহিম, আযূব হোসেন পণ্ডিত, ডা. বাবলুর রহমান ও সাবেক মেম্বর আব্দুল গনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।
রাতদিন সংবাদ/আর কে-১১







