Saturday, May 18, 2024

খুলনায় স্কুলছাত্রী হত‌্যা মামলায় যুবকের কারাদণ্ড

- Advertisement -

খুলনা প্রতিনিধি:রূপসায় স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত‌্যা মামলার আসামী র‌নি হাওলাদার (১৯) কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া  হ্দয়েছে ।আজ সোমবার খুলনার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমান চৌধুরী এ দণ্ড দেন । এ সময়  আসামি র‌নি হাওলাদার কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌ল। এ মামলার চার্জশিটভুক্ত অপর আসামি জ‌সিম (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারিক কার্যক্রম চল‌ছে।রনি হাওলাদার রূপসা উপ‌জেলার গোয়াল বাধান এলাকার র‌বিউল হাওলাদা‌রের ছে‌লে। অন্যদিকে স্কুলছাত্রী শিমলা খাতুন রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মের সা‌রোয়া‌রের মেয়ে ও স্থানীয় এক‌টি স্কুলের ৯ম শ্রেণির ‌শিক্ষার্থী ছি‌ল।

হত‌্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়ার পর  আসামিদের দেয়া জবানব‌ন্দি সু‌ত্রে জানাযায়, প্রেমের প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করায় প‌রিক‌ল্পিতভা‌বে স্কুলছাত্রী শিমলা‌কে হাসুয়া ও ছু‌রি দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে দুই অভিযুক্ত। ২০১৬ সা‌লের ১১ ‌ডি‌সেম্বর রাত সা‌ড়ে ১০টার দি‌কে সা‌রোয়ার হো‌সেন তার বা‌ড়ির উঠা‌নে তার মেয়ের রক্তাক্ত লাশ প‌ড়ে থাক‌তে দে‌খেন। তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।পর‌দিন ১২ ডিসেম্বর তিনি অজ্ঞাত আসামিদের বিরু‌দ্ধে রূপসা থানায় মামলা ক‌রেন (নং ০৬)। মামলার তদন্তকর্মকর্তা ‌পি‌বিআইয়ের পু‌লিশ প‌রিদর্শক গোলাম রসুল তদন্ত শেষে ২০১৭ সা‌লের ৩০ আগস্ট উপরোক্ত ২ জনকে  অভিযুক্ত  করে আদালতে চার্জশিট দা‌খিল ক‌রেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজ রায় ঘোষণা করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত