যশোরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আটটি দলের অংশগ্রহণে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী খেলায় সাচ্চু ফুটবল কোচিং সেন্টার ২-০ গোলের ব্যবধানে আমজেদ আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করেছে।
উদ্বোধনী খেলায় সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় স্বাধীন ম্যাচের ১৭ ও ৪৪ মিনিটে দুটি গোল করেন।
সোনালী অতীত ক্লাব, যশোরের আয়োজনে এবং মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে দুটি বিভাগে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে আটটি দল।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব, যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামান।
আগামী ২৯ ডিসেম্বর মুখোমুখি হবে হযরত ফুটবল একাডেমি ও বাঘারপাড়া চিত্রা ফুটবল একাডেমি। ৩০ ডিসেম্বর উপশহর ফুটবল একাডেমি ও শার্শা ফুটবল একাডেমি, এবং ৩১ ডিসেম্বর জঙ্গলবাঁধাল ফুটবল একাডেমি ও অভয়নগর ফুটবল কোচিং সেন্টারের খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ পরে ঘোষণা করা হবে।
রাতদিন সংবাদ/আর কে-১০







