Friday, December 5, 2025

চৌগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিটে রানা হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে চৌগাছা ইউনিয়নের দিঘলসিংহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা হোসেন ওই গ্রামের শামিম হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে রানার নিজ ঘরে বিদ্যুতের তার ঠিক করার সময় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় বিদ্যুতের আঘাতে তার বাম হাতের আঙুল ঝলসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সুরিয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রানা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাতদিন সংবাদ/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর