Friday, December 5, 2025

খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নে যুগ্ম সম্পাদক প্রার্থী বাবুল হোসেন

খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে মোঃ বাবুল হোসেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি চশমা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সকল সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রার্থী বাবুল হোসেন বলেন,  আমি সবসময় ইউনিয়নের উন্নয়ন এবং সকল সদস্যের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমার লক্ষ্য ইউনিয়নের স্বার্থ রক্ষা এবং সকল সদস্যের পাশে দাঁড়ানো। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিন এবং আমাদের ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহায্য করুন।

প্রার্থী মোঃ বাবুল হোসেন তার প্রচারণায় বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি। চলুন, চশমা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করি।

রাতদিন সংবাদ/আর কে-৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর