Friday, December 5, 2025

বাবা হারালেন শহিদুল, জানাজায় অংশ নিতে ছাড়লেন খুলনা শিবির

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেলেন খুলনার পেসার শহিদুল ইসলাম। রোববার তার বাবা মারা গেছেন।দুঃসংবাদটি পাওয়ার পর আর দলের সঙ্গে থাকেননি শহিদুল। বাবার নিথর দেহটি শেষবারের মত দেখতে গতকাল রাতেই নিজ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিরে গেছেন তিনি। ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না এই পেসার। শহিদুলের বদলি হিসেবে খুলনায় কে যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে আগামী সোমবার রাতে ফিরে করোনা নেগেটিভ এলে ফের দলের সঙ্গে এই ডানহাতি পেসারের যোগ দেয়ার কথা আছে।খুলনার হয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন শহিদুল। দলটির ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই খেলেছেন তিনি। এই সাত ম্যাচে তিনি শিকার করেছেন ১৩ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন এই পেসার।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর