পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের প্রণব সাধু ও সত্য সাধুর বাড়ি থেকে এসব জিনিসপত্র উদ্ধার করা হয়।
জানা যায়, প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি এবং সত্য সাধুর বাড়ি থেকে ৪২ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রণব সাধুকে ৬ হাজার টাকা এবং সত্য সাধুকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত পলিথিন ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এগুলো ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা আইনবিরোধী। উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল,পুলিশ উপপরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পেশকার মোঃ ইবরাহীম হোসেন।
রাতদিন সংবাদ/আর কে-০২







