চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে শনিবার মুন্নাকে আটক করে পুলিশ। এরপর মুন্নার দেওয়া তথ্য মতে, এই চোরাই চক্রের আর এক সদস্য পারভেজের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পারভেজকে আটক করে। এসময় পারভেজের বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মুন্নার বাড়ি থেকে আর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে একটি আরটিআর, একটি পালসার এবং একটি সিটি-১০০।
তারা আরও জানায়, তাদের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের বাড়িতে রেখে রং পরিবর্তন করতো। সে গুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করা হতো।
রাতদিন সংবাদ/আর কে-১৭







