যশোরের শার্শা থানা পুলিশ আধাকেজি গাঁজাসহ মহাসিন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার শাঁখারিগাতী গ্রামের আব্দুল মমিনের ছেলে।
এসআই রেজাউল হক জানিয়েছেন, শনিবার দুপুর দুইটার দিকে শুড়া গ্রাম থেকে মহাসিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৬







