এছাড়া সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকল সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য দেন ভূমি সহকারী কমিশনারের তাসমিন জাহান, থানা তদন্ত ও সি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, বীর মুক্তি যোদ্ধা শওকত আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ালীয়ার, উপজেলা জামাত ইসলামের আমির মাওঃ গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান , সহকারী সাধারণ সম্পাদক মাস্টার কামাল আহমেদ পৌর আমির জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, উপজেলা এল জি ডি কর্মকর্তা রিয়াসাদ ইমতিয়াজ, সমবায় অফিসার অহিদুল রহমান,যুব উন্নয়ন অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী বৈষম্য ছাত্র সমাজের পক্ষ থেকে রিতপ ইসলাম প্রমুখ।
বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও সুধী সমাজের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর কে-১২







