প্রধান অতিথি আবদুল্লাহিল মাসুদ বলেন, “জিয়া পরিষদের ১৭ জন সদস্য বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করছেন। এটা কবীর মুরাদের দূরদর্শী নেতৃত্বেরই ফল।”
আলোচনা সভার শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত কবীর মুরাদ মাগুরা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আর কে-০১

আলোচনা সভায় বক্তারা কবীর মুরাদের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিঃস্বার্থ মানুষ। সারা জীবন মানুষের সেবা করেছেন। বিশেষ করে শিক্ষা খাতে তার অবদান অসামান্য। তিনি একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখতেন।





