Friday, December 5, 2025

লিগ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা পাঁচ

বঙ্গবন্ধু টি-২০ কাপের লিগ পর্ব শেষ। এবার প্লে-অফের লড়াইয়ের অপেক্ষা। পাঁচ দলের এই আসরের লিগ পর্ব শেষ হয়েছে শনিবার। প্লে অফ পর্ব থেকে বাদ পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে দলটি।

একদিন বিরতি দিয়ে সোমবারই শুরু হচ্ছে প্লে অফের লড়াই। এর আগে একনজরে দেখে নেয়া যাক গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকা:

সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক:

১। লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম)
ম্যাচ ৭, রান ৩০৬, গড় ৬১.২, স্ট্রাইক রেট ১২৫.৪০, হাফ সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ৭৮*, চার ৩৩, ছক্কা ৪।

২। তামিম ইকবাল (ফরচুন বরিশাল)
ম্যাচ ৮, রান ৩০২, গড় ৪৩.১৪, স্ট্রাইক রেট ১১৯.৩৬, হাফ সেঞ্চুরি ২, সর্বোচ্চ ৭৭*, চার ৩৩, ছক্কা ৭।

৩। নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী)
ম্যাচ ৮, রান ৩০১, গড় ৩৭.৬২, স্ট্রাইক রেট ১৫৬.৭৭, হাফ সেঞ্চুরি ২, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৯, চার ২২, ছক্কা ২১।

৪। সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম)
ম্যাচ ৮, রান ২৫৩, গড় ৩৬.১৪, স্ট্রাইক রেট ১২৭.৭৭, হাফ সেঞ্চুরি ২, সর্বোচ্চ ৬৩, চার ২৪, ছক্কা ১১।

৫। নাঈম শেখ (বেক্সিমকো ঢাকা)
ম্যাচ ৮, রান ২৪৩, গড় ৩০.৩৭, স্ট্রাইক রেট ১৩৯.৬৫, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৫, চার ১৫, ছক্কা ১৮।

সেরা ৫ বোলার:

১। মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)
ম্যাচ ৭, ওভার ২৭.১, উইকেট ১৬, সেরা বোলিং ৪/৫, গড় ৯.৭৫, ইকোনোমি ৫.৭৪, চার উইকেট ১ বার।

২। কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল)
ম্যাচ ৮, ওভার ২৭, উইকেট ১৪, সেরা বোলিং ৪/২১, গড় ১৭.৫৭, ইকোনোমি ৮.৪৭, চার উইকেট ২ বার।

৩। শহিদুল ইসলাম (জেমকন খুলনা)
ম্যাচ ৭, ওভার ২২.৫, উইকেট ১৩, সেরা বোলিং ৪/১৭, গড় ১৩.২৩, ইকোনোমি ৭.৫৩, চার উইকেট ১ বার।

৪। মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা)
ম্যাচ ৮, ওভার ২৬, উইকেট ১৩, সেরা বোলিং ৪/৩৭, গড় ১৮.৩৮, ইকোনোমি ৯.১৯, চার উইকেট ১ বার।

৫। রবিউল ইসলাম রবি ( বেক্সিমকো ঢাকা)
ম্যাচ ৬, ওভার ১৮.৩, উইকেট ১২, সেরা বোলিং ৫/২৭, গড় ১১.১৬, ইকোনোমি ৭.২৪, ৫ উইকেট ১ বার।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর