Friday, December 5, 2025

চৌগাছায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি আটক

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় চার সন্তানের জননী রাবিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামী তামিম হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে চৌগাছা শহরের কাঁচা সবজি বাজার থেকে তামিমকে আটক করা হয়। এর আগে, তাকে চৌগাছা বাজার জামে মসজিদ এলাকায় ঘুরতে দেখা গেলে জনতা তাকে আটক করার চেষ্টা করে।

নিহত রাবিয়ার মেয়ে তানজিলা খাতুন জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার মা প্রতিবেশী আশিকুর রহমানের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরদিন তাজউদ্দীনের বাড়ির পাশে থেকে তার মায়ের টর্চ লাইট ও জুতা পাওয়া যায়। পরে, তাজউদ্দীনের বাড়ির টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্তে তার মায়ের মৃতদেহ পাওয়া যায়।

নিহতের স্বামী রবিউল ইসলাম অভিযোগ করেছেন, প্রতিবেশী তাজউদ্দীনের ছেলে তামিম হোসেন পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিক্রিয়া করেছে এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর