Saturday, December 6, 2025

পুনশ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

পুনশ্চের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের আয়োজনের অংশ হিসেবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন সংগঠন কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিনটি বিভাগে উন্মুক্ত বিষয়ে চিত্রাংকনে অংশ নেয় পুনশ্চ সঙ্গীত বিদ্যায়তনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় শুরু হয় প্রতিযোগিতা। বিদ্যায়তনের অধ্যক্ষ আশুতোষ পালের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুনশ্চের সাধারণ সম্পাদক পান্না লাল দে। এ সময় বিদ্যায়তনের উপাধ্যক্ষ লক্ষ্মী রানী বৈদ্য, পুনশ্চের প্রচার সম্পাদক স্বপ্না দেবনাথ, স্কুল বিষয়ক সম্পাদক সিঁথি প্রষা দাসসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজন নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জানান, গত পহেলা ডিসেম্বর সংগঠন কার্যালয়ে আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সংগঠনের কর্মী ও বন্ধুদের নিয়ে কেক কাটা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। আয়োজনের শেষ দিন বৃহৎ পরিসরে হবে উদযাপন। তিনদিনের অনুষ্ঠানের শেষ দিন ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৫ টা থেকে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোক প্রজ্জ্বালন, শুভেচ্ছ কথন, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাটকের সমারোহে সাজানো হবে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব আয়োজনের ডালি।
এদিন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ হবে। সমগ্র আয়োজনে সকলকে বিনম্র আমন্ত্রণ জানান তিনি।

রাতদিন সংবাদ/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর