শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা: পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিশ্ব মানাবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (মাউক) এর নিজস্ব কার্য্যলয়ে পরিচালক এ্যাডঃ এফ,এম,এ রাজ্জাকের সভাপতিত্বে আন্তজার্তিক মানবাধিকার দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় “দূনীতিকে না বলি মানবাধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের নানাবিধ দূর্নীতি,অনিয়ম সহ মানবাধির পরিস্থিতির উপর আলোচনা করা হয়। সভায় আলোচনা করেন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক এস,এম আলাউদ্দীন রাজা ও কোষাধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।
উপস্থিত ছিলেন এফ, এম, বদিউজ্জামান, উজ্জল দাস, আব্রাহাম সরকার, তরুন হালদার, মিজানুর রহমান, নাফিজ ইকবাল সুরঞ্জন বৈদ্য প্রমুখ।







