শার্শা উপজেলা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) বাগআঁচড়া শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮ টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিসিডিএস ভবনে বিসিডিএস এর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জামাল উদ্দীন, মিকাইল হোসেন মনা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর কবির।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সকল ঔষধ ব্যবসায়ীদের সম্মতিতে আগামী তিন বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন।
এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাগআঁচড়া মেসার্স হক ফার্মেসীর স্বত্বাধিকারীরা ইমরুল হাসান হিরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স আশা ফার্মেসীর স্বত্বাধিকারীরা আব্দুল খালেক।
এ কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেসার্স লিওন ফার্মেসীর স্বত্বাধিকারী জিয়াউর রহমান, রাহিমা ড্রাগ হাউস এর স্বত্বাধিকারী মেহেদী হাসান পিন্টু,রনি মেডিকেল হলের স্বত্বাধিকারী জাহিদুল হাসান শাহিন,যুগ্নসাধারণ সম্পাদক মদিনা ফার্মেসীর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আফতাফ মেডিকেল হলের স্বত্বাধিকারী আশরাফ আলী,সহ-কোষাধাক্ষ মর্ডান ফার্মেসীর স্বত্বাধিকারী আনিছুর রহমান,সদস্য নিউ জোহরা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ,সজীব ফার্মেসীর স্বত্বাধিকার কিসমত আলী,আঁখি ফার্মেসীর স্বত্বাধিকার আবু সাঈদ, ফারিয়া ফার্মেসির স্বত্বাধিকারী লাভলুর রহমান ও তারিফ ফার্মেসীর স্বত্বাধিকারী রেজাউল ইসলাম।







