যশোরের চৌগাছায় নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা’র সভাপতিত্বে আলোচনা করেন, সংগঠনের সহ-সভাপতি রেশমি ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন, প্রচার সম্পাদক জেসমিন নাহার জলি।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক জাওয়াদ জাহান,কার্যনির্বাহী সদস্য,মাহিয়া তাসনিম ফাতিমা, তানিয়া ইসলাম তাহা, আকিদুল ইসলাম, সাধারণ সদস্য ওহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম নীরব, সোহান পারভেজ, ছন্দা খাতুন প্রমুখ।
সভার শুরুতে নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা বলেন, আপনাদের সহযোগিতায় সংগঠনটি যেসকল সামাজিক কার্যক্রম করেছে তা ইতোমধ্যে চৌগাছার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ইতোপূর্বে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে, অসুস্থ ব্যাক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে, অসহায় ব্যাক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ইতোমধ্যে সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বলেন,সংগঠনটির পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজ অব্যাহত রাখতে চাই, এজন্য আপনাদের সহযোগিতা আগামী দিনেও আশা করি।
রাতদিন সংবাদ/ এহসান জামিল







