Friday, December 5, 2025

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দেয় যুব টাইগাররা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় দল।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে সহজেই হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ধীরগতির হলেও ধীরে ধীরে গতি বাড়িয়ে ২২.১ ওভারেই জয় নিশ্চিত করে তারা। অধিনায়ক তামিম মাত্র ৪২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন।

বোলিংয়ে পাকিস্তানের বিপর্যয়
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার নিয়ন্ত্রিত পেস আক্রমণে মাত্র ৩৭ ওভারেই অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। ইমন একাই শিকার করেন ৪ উইকেট, মারুফ ২টি এবং আল-ফাহাদ ও দেবাশীষ দেবা নেন ১টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দৃঢ়তা
১১৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনার কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার সাজঘরে ফেরেন। তবে অধিনায়ক তামিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জেমস ৩৬ বলে ২৬ রান করে আউট হলেও তামিম দারুণ ব্যাটিংয়ে দলকে সহজ জয় এনে দেন।

পাকিস্তানের বোলাররা শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করলেও, ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ফেরার সুযোগ পাননি তারা। আলি রাজা, আবদুল সুবহান ও নাভিদ আহমেদ খান প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

ফাইনালে জায়গা করে নেওয়া এই জয়ে যুব টাইগাররা আবারও প্রমাণ করল, তারা এশিয়ার শীর্ষ প্রতিদ্বন্দ্বী হতে প্রস্তুত। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সামনে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর