শার্শা প্রতিনিধি: নানা আয়োজনে যশোরের শার্শায় প্রথমবারের মতো উদযাপিত হলো যশোর মুক্ত দিবস। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সরকারী শার্শা পাইলট মাধ্যমিক ময়দানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে। এসব সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও যশোর মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে যশোর পাকিস্তানি হানাদার মুক্ত হয়, যা স্বাধীনতার পথে বাংলাদেশের প্রথম বড় জয় হিসেবে স্মরণীয় হয়ে আছে। শার্শা উপজেলায় প্রথমবারের মতো দিবসটি উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বারোপ করা হয়েছে।







